top of page

চতুর্থীতে উই কেয়ার স্বেচ্ছাসেবী পরিবারের শারদ উপহার প্রদান

প্রতিনিধি : উই কেয়ার স্বেচ্ছাসেবী পরিবারের চতুর্থী তে শারদ উপহার প্রদান করা হয় খাগদা, কাঁথি অঞ্চলের দুঃস্থ শিশু, বয়স্ক বৃদ্ধা ,মহিলাদের। উই কেয়ার স্বেচ্ছাসেবী পরিবার পূজোর সময় প্রতি বছর বহু দুঃস্থ শিশু কে শারদ উপহার হিসেবে নতুন পোশাক,খাবার তুলে দেয়। এই বছর কোভিডের ভয়াবহ পরিস্থিতিতে ও তার ব্যতিক্রম হয়নি।


মানুষের সাহায্য নিয়ে এগরা খাগদা, কাঁথির ক্যানেল পাড় এলাকার প্রায় ১৩০ জনের হাতে পূজোর নতুন পোশাক ,কোভিড কিট ও শুকনো খাবার তুলে দেওয়া হয়। সংস্থার সভাপতি উজ্জয়িনী ব্যানার্জী বলেন প্রতি বছর আমরা বাইরে প্রত্যন্ত এলাকায় এই বস্ত্রদান করে থাকি কিন্তু এবছর কোভিড পরিস্থিতিতে আমরা স্থানীয় প্রত্যন্ত অঞ্চলে এই বস্ত্রদান করবো বলে সিদ্ধান্ত নি।

সকলের হাতে শারদ উপহার তুলে দিতে পেরে আমরা খুশি। কাঁথি শাখার প্রধান সুদীপ গিরি বলেন আমাদের বস্ত্রদান চারটি পর্বে অনুষ্ঠিত হবে,এই চারটি পর্বে প্রায় ৩৫০ মানুষের হাতে পূজোর নতুন পোশাক পৌছে যাবে। সংস্থার সহ সভাপতি সুভাষ নন্দ বলেন এই কোভিড পরিস্থিতিতে আমরা চেষ্টা করেছি সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট ছোট শিশু দের মুখে হাসি ফোটানোর।প্রতি বছর এই দিনটার জন্য আমরা ভীষণ ভাবে অপেক্ষা করি । বহু মানুষের আবেগ জড়িয়ে থাকে এই অনুষ্ঠানে ।তিনি সংস্থার সকল সৈনিক ও সকল দাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।



ADVERTISEMENT

Commentaires


bottom of page