top of page

দেশপ্রাণ মহাবিদ্যালয়ের রবীন্দ্র জন্মজয়ন্তী

প্রতিনিধি : দেশপ্রাণ মহাবিদ্যালয়ের রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, এগরা বিধানসভার বিধায়ক তরুন মাইতি, কলেজ পরিচালন কমিটির সভাপতি জ্যোতির্ময় কর , কলেজ পরিচালন কমিটির অন্যতম সদস্য আইনজীবী আবু সোহেল ,


শিক্ষাকর্মী সৌম্য মাইতি , শিক্ষক তপন পাত্র ,ছাত্রনেতা আবেদ আলী খান, কালচার কমিটির কনভেনার অধ্যাপক নোটন সিং , অর্চনা পন্ডা ,টিচার কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক অভিরূপ সিং, অধ্যক্ষ সুবিকাশ জানা , ছাত্রনেতা নিমাই দাস, তারাশঙ্কর পন্ডা, নিতাই বারিক কাঁথি পি.কে. কলেজের ছাত্রনেতা সেক ইমরান প্রমুখ । সঞ্চালনা করেন মহেশ্বেতা মাল ও নন্দিনী দাস । সর্বপ্রথম বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় , তারপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নাচ-গান আবৃত্তি করে, অনুষ্ঠান শেষে ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয় ।



Comments


bottom of page