প্রতিনিধি : কাঁথি আয়ুর্বেদ কলেজ ভ্যকসিনেশান সেন্টারে করোনা টীকা দানের পাশাপাশি সম্প্রীতির মেলবন্ধন ঘটানো হল সোমবার । এদিন সকল টীকা গ্ৰহনকারীদের হাতে রাখী বেঁধে শুভেচ্ছা বিনিময় করেন কলেজের অধ্যক্ষ ও কর্মচারীরা ।
পরিচালক কমিটির যুগ্ম সম্পাদক সুকোমল মাইতি প্রারম্ভিক বক্তব্যে রাখী বন্ধন উৎসব এর প্রাসঙ্গিকতা আলোচনা করেন । কাঁথি পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী , প্রাক্তন উপ পৌরপ্রধান সত্যেন্দ্রনাথ জানা ও ডাঃ সুকুমার জানার উপস্থিতিতে সকল টীকা গ্ৰহনকারীদের হাতে রাখী পরানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ অমৃত নন্দ, শিক্ষক কৌস্তভ প্রধান ও বিকাশ বেরা । পরে দুপুর নাগাদ এখানে আসেন কাঁথি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রকাশ গিরি ও রত্নদীপ মান্না। এরাও টীকা গ্ৰহনকারীদের সাথে কথা বলেন। রাখী পরানো ও মিষ্টি বিতরণ করেন। সেন্টার ঠিকঠাক অর্থাৎ নিয়ম মেনে চলছে কি না তা দেখতে আসেন স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক। তিনি এলাকা ঘুরে দেখেন।
কথা বলেন এখানে আসা মানুষ জনের সঙ্গে । ডাঃ পট্টনায়ক এই সেন্টারের কাজকর্ম দেখে খুশি। তিনি কলেজ পরিচালন কমিটির কাজকর্ম দেখে সন্তুষ্ট। কলেজ পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক সুকোমল মাইতি বলেন রাখী বন্ধন শুধু নয় নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় ও সম্প্রীতির ঐক্য বজায় রাখতে এই উদ্যোগ।
Comments