top of page

কাঁথি শহর স্যানিটাইজের কাজে রেড ভলেন্টিয়ার্স

অনিন্দ্য জানা : আজ কাঁথি শহরের বড় পোস্ট অফিস , কাঁথি থানা , মহিলা থানা , কাঁথি পৌরসভার অফিস ,ট্যাক্সি স্ট্যান্ড , সমস্ত শ্রমিক ইউনিয়নের অফিস , CITU অফিস , ব্যাঙ্ক , এ. টি. এম. , একটি পেট্রোল পাম্প সহ শহরের মধ্যেকার দোকান ও বাজার এলাকায় স্যানিটাইজ করল রেড ভলেন্টিয়ার্স টীমের সদস্যরা ।

সেই সাথে কাঁথি শহরে কোভিড আক্রান্ত হয়ে সেরে ওঠা পাঁচটি বাড়িও স্যানিটাইজ করা হয়। এই কর্মসূচি কাঁথি সহ সারা রাজ্য জুড়ে প্রতিটা অঞ্চলে এবং প্রতিটি পৌর এলাকায় এইভাবেই নিয়মিত চলছে বলে জানিয়েছেন রেড ভলেন্টিয়ার্স টিমের সদস্যরা ।

শুধু স্যানিটাইজ করা নয় , করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের খাবার-ঔষধ-অক্সিজেন-অক্সিমিটার ইত্যাদি পৌঁছে দেওয়া , টেলিফোনে রেড ভলেন্টিয়ার্স টিমের ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করার সুযোগ করে দেওয়া , যশ ঘূর্ণিঝড়ে পীড়িত মানুষদের সাহায্য করার পাশাপাশি সমস্ত রকম জনসেবামূলক এবং সমাজসেবা মূলক কাজ কোনরকম রাজনৈতিক ভেদাভেদ না দেখে অক্লান্তভাবে করে চলেছেন রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা ।

আজকের কর্মসূচীতে উপস্থিত ছিলেন তেহরান হোসেন, অর্নব মাইতি , সৈকত পন্ডা, বিশ্বজিৎ মেইকাপ, রবীন্দ্র মাইতি , বাসুদেব রাউল, অঙ্কুরময় জানা, অরিন্দম মিশ্র, সুশান্ত ঘোষ, দীপক প্রধান, রাধাগোবিন্দ মান্না, জয় পন্ডা, প্রনব করন, প্রনব পন্ডা প্রমুখ ।



Comments


bottom of page