প্রতিনিধি : রামনগর ১ ব্লকের দীঘার কাছে খাদালগোবরা শিবালয় মন্দির প্রাঙ্গণে একটি ত্রাণ শিবির অনুষ্ঠিত হয়। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত এবং লকডাউন পরিস্থিতিতে কর্মহীন ব্যাক্তিদের ত্রাণ দেওয়া হয়। কোলকাতার স্মাইল ফাউন্ডেশনের সহযোগিতায় খেজুরীর অজয়া সর্বোদয় সংঘের ব্যবস্থাপনায় এই শিবির পরিচালিত হয়।
উদ্বোধন করেন পদিমা ২ গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান উত্তম দাস। উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র , দিপঙ্কর শুঁই এবং সুনির্মল প্রধান । ১০০ জন ব্যাক্তিকে ত্রাণ দেওয়া হয়। খাদালগোবরা, গোবিন্দবসান , জগদীশপুর, দহদয়া , দত্তপুর ও গদাধরপুর গ্রামের দুস্থ ও অসহায় মানুষজন এই ত্রাণ পেয়ে উপকৃত হলেন । সর্বোদয় সংঘের সম্পাদক সুব্রত মাইতি , আশুতোষ সাহু ও গৌতম পন্ডা ত্রাণ বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নিমতলা হাইস্কুলের প্রধান শিক্ষক দিব্যেন্দু সরকার ।
Commenti