প্রতিনিধি : ইয়াসের বিধ্বংসী ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র ও নদী উপকূলবর্তী এলাকাগুলো ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো দগদগে ঘা হয়ে আছে দেশপ্রাণ ব্লকের বামুনিয়া অঞ্চলের কাদুয়া গ্রাম এলাকাগুলোতে।
আজ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি পক্ষ থেকে রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ বোস, মিনা মুখার্জি, সুমিতা ধর চৌধুরী, স্বপ্না ভট্টাচার্য, রীতা দত্ত, রিনা পাহাড়ি, মন্দিরা পন্ডা, পূর্বাশা সামন্ত, অতসী দিন্ডা সহ মহিলা নেত্রীগণ ওই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের হাতে শুকনো খাবার তুলে দিলেন ।
দেশপ্রাণ ব্লকের রেড ভলেন্টিয়ার্স এর নেতা তাপস মিশ্র, সুতনু মাইতি , তরুণ জানা, সঞ্জীতরঞ্জন দাস , শিক্ষক কৌশিক রায় সহ নেতৃত্বগণ এই ত্রাণকার্যে সহযোগিতা করেন। দেশপ্রাণ ব্লকের দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকাগুলি ছাড়াও উত্তর অংশে রসলপুর নদীর দুইপাড়ের বাঁধ ভেঙে আমতলিয়া, আঁউরাই অঞ্চলগুলি এখন জলের তলায় ।
মানুষের এখন বেশি বেশি প্রয়োজন মাথা গোঁজার জন্য একটি শক্তপোক্ত আচ্ছাদন, বস্ত্র, খাদ্য, সুস্বাস্থ্যের জন্য ডাক্তার, ঔষধ প্রভৃতি। তাছাড়া সমুদ্র ও নদী উপকূলবর্তী বাঁধগুলো পাকাপোক্ত ও মেরামতের যা দরকার তা কেন্দ্র ও রাজ্য সরকারকে দেখতে হবে। যেখানে পঞ্চায়েত, প্রশাসনের ব্যবস্থাপনায় মানুষের এই দুঃসময়ে থাকার কথা । কিন্তু এক্ষেত্রে কারোরই কোনো হেলদোল নেই।
কেবলমাত্র স্বেচ্ছাসেবী সংস্থা , রেড ভলেন্টিয়ার্স, সুহৃদয় ব্যক্তিগণের সাহায্য ছাড়া এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে তেমনভাবে এসে কেউ এসে দাঁড়ায় নি। তাই এই অসহায় মানুষের কাছে সর্বস্তরের মানুষ ও স্বেচ্ছাসেবী সংস্থা গুলি যাতে সাহায্য, সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন তার জন্য রাজ্য মহিলা নেত্রী কনীনিকা ঘোষ আহবান জানান।
পূর্ব মেদিনীপুর জেলার সি,পি,আই(এম) সম্পাদক নিরঞ্জন সিহি এই দুরবস্থায় মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য মহিলা সমিতি ও সমস্ত সুহৃদয় ব্যক্তিবর্গের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
תגובות