top of page

দইসাইতে সাংবাদিককে হেনস্থা ও খুন করার হুমকি

স্টাফ রিপোর্টার : করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার লক ডাউন ঘোষণা করেছেন। লক ডাউনের মধ্যে গ্রামাঞ্চলের দুস্থ ও অসহায় মানুষজন কিভাবে আছেন তা দেখতে সাংবাদিকরা গ্রামে গ্রামে ঘুরছেন। সোমবার কাঁথি-৩ ব্লকের ৬ নম্বর দুরমুঠ গ্রাম পঞ্চায়েতের দইসাই গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রামেরই কয়েকজন দুষ্কৃতীদের হাতে হেনস্থা হলেন, কাঁথি থেকে প্রকাশিত সময় এবং সংবাদ সংবাদপত্রের সাংবাদিক চিন্ময় গিরি । সাংবাদিক চিন্ময় গিরি ঐদিন কোভিড-১৯ সম্পর্কিত নিউজ রিপোর্ট করে, বাড়ি ফিরে জানতে পারেন, দইসাই দক্ষিণপল্লী মন্ডল পাড়ার কাছে, কিছু ছেলে কোভিড-১৯ কে উপেক্ষা করে সামাজিক দূরত্বের নির্দেশাবলি না মেনে জমায়েত করে গন্ডগোল করছেন। ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন ইলেকট্রিক নিয়ে দুই পাড়ার মধ্যে গন্ডগোল এবং একটি ছেলে ইলেকট্রিক খুঁটিতে উঠে বৈদ্যুতিক লাইন কাটতে উদ্যত হয়েছেন। এই পরিস্থিতিতে ঘটনাটি ভিডিও করতে শুরু করলে কিছু ছেলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এবং তাঁকে অশ্লীল অঙ্গভঙ্গি দেখায়। তখন উনি সাংবাদিক পরিচয়পত্র দেখালেও, ওই যুবকেরা উনার কোন কথা না শুনে ওনার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং উনাকে মার্ডার (খুন ) করার হুমকি দেন , তৎসহ ধস্তাধস্তি করে হেনস্থা করেন। সাংবাদিক চিন্ময় গিরি এ বিষয়ে মারিশদা থানায় অজিতেশ সিট , কানাই খুঁটিয়া ,সুমন খুঁটিয়া সহ ১২ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। মারিশদা থানার ও.সি. অমিত দেব বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। চিন্ময়বাবু সমস্ত ঘটনা গ্রাম সদস্য ঝাড়েশ্বর বেরা, পঞ্চায়েত সমিতির সদস্য রাজশেখর মন্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ দাসকে জানান । ঘটনায় তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন সাংবাদিক মহল।

Comments


bottom of page