top of page

দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে বাস-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ।

চিন্ময় গিরি , প্রতিনিধি : পুনরায় পথদুর্ঘটনা কাঁথি নন্দকুমার জাতীয় সড়কে।আজ বুধবার সকাল দশটা নাগাদ মারিশদা থানার দইসাই বাস স্ট্যান্ডের কাছে দিঘা থেকে হাওড়া গামী (WB- 31-4087 )মা লক্ষ্মী যাত্রী বোঝাই বাস এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলো নন্দকুমার এর দিক থেকে কাঁথি গামী (WB-31-8844) ডাম্পারের সাথে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় প্রায় ১০ জন যাত্রী নিয়ে মা লক্ষ্মী বাসটি দিঘা থেকে হাওড়া যাচ্ছিল অপরদিকে থেকে আসা কাঁথি গামী ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে নিয়ন্ত্রণের হারিয়ে জাতীয় সড়কের পাশে বাসটি জলে পড়ে যায়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন ছুটে এসে যাত্রীসহ ড্রাইভার এবং হেল্পারদের কে উদ্ধার করে ,বাঁচানোর চেষ্টা করেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসক মৃগাঙ্ক মিশ্র -এর চেম্বার এ নিয়ে যান ।এই ঘটনায় হতাহতের কোন খবর নেই ।তবে ডাম্পারের ড্রাইভার এবং হেল্পারের শারীরিক কিছু ক্ষতি হয়েছে ।এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ


মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক এবং হেল্পার সহ গাড়ি দুটিকে আটক করেন, তৎসহ খাজাবাবা ক্রেন সার্ভিসের সহযোগিতায় গাড়ি দুটিকে জল থেকে তুলে, থানায় নিয়ে যান। বাস , ডাম্পারের উভয়ের ড্রাইভার এবং হেল্পারের ঠিকানা জানা গেছে ।বাস ড্রাইভার এবং হেল্পারের মধ্যে দুজন হলেন কিশোর দাস (বাড়ি- বাজকুল) এবং পবন পাত্র (বাড়ি- পিছাবনী ) সেইসঙ্গে ডাম্পারের ড্রাইভার এবং হেল্পারের মধ্যে দুজন হলেন রবি দাস ( বাড়ি -ভবানীচক) অপরজন চন্দন গায়েন ( বাড়ি -দো‌বাধী)।দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। মারিশদা থানার পুলিশ এর সহযোগিতায় সেই যানজট কাটিয়ে ,গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।




Video Link :

コメント


bottom of page