top of page

কেন্দ্রের কৃষক বিরোধী কৃষি আইন ও শ্রমকোড বাতিলের দাবিতে হলদিয়ায় বাম-কংগ্রেসের মহামিছিল ও সভা

প্রতিনিধি : কেন্দ্রের তিনটি কৃষক বিরোধী কৃষি আইন ও শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সকলের জন্য কাজ, সকলের জন্য খাদ্য ও সুচিকিৎসার দাবিতে এবং বিজেপি, তৃণমূলের ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে আজ ২৭ শে জানুয়ারি ১৬টি বাম ও সহযোগী দলের এবং জাতীয় কংগ্রেসের ডাকে হলদিয়া, তমলুক মহকুমার ব্লকগুলি নিয়ে মহা মিছিল ও শেষে সভা সংগঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন সি,পি,আই(এম)র পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম , জাতীয় কংগ্রেসের শুভঙ্কর সরকার, সি,পি,আই নেতা বিপ্লব ভট্ট, আর, এস, পি নেতা অমৃত মাইতি, ফরওয়ার্ড ব্লকের নেতা অশ্বিনী সিনহা, ওয়েলফেয়ার পার্টি নেতা আমিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন সি,পি,আই,(এম ) রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, নির্মল জানা, সুব্রত পন্ডা, মহাদেব মাইতি, ভরত মাইতি,ইব্রাহিম আলী, সত্য রঞ্জন দাস, অমল কুইলা, কালীপদ দাস মহাপাত্র,পরিতোষ পট্টনায়েক, অচিন্ত্য শাসমল প্রমূখ নেতৃত্বগন।

হাজার হাজার মানুষের উৎসাহ উদ্দীপনার ভরপুর স্লোগানে স্লোগানে মুখরিত সুসজ্জিত বর্ণাঢ্য মহা মিছিল কদমতলা মোড় থেকে শুরু করে গান্ধীনগর দিয়ে পৌর সভার পাশের মাঠে পৌঁছায় মিছিলের শেষে নেতৃত্ব গন বক্তব্য রাখেন।


Comments


bottom of page