top of page

খাগদা শিশু সদনে সময় এবং সংবাদ

প্রতিনিধি : এগরা ২ ব্লকের খাগদা শিশু সদনের আবাসিক পড়ুয়াদের রবিবার সময় এবং সংবাদ পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে পাঠ্য সরঞ্জাম প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও শিল্পী মঞ্জুশ্রী পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পার্থ সারথি দাস।


সম্মানীয় অতিথি ছিলেন নয়াপুট সুধীর কুমার হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত ঘোড়ই। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন দেপাল গ্ৰাম পঞ্চায়েতের প্রধান অনুপ কুমার মাইতি, শিক্ষিকা স্বপ্না রানী ঘোড়াই, অবসরপ্রাপ্ত শিক্ষিকা দেবযানী জানা , কাকলী বিষ্ণু মাইতি এবং কাঁথি পৌরসভার কাউন্সিলার তনুশ্রী চক্রবর্তী ।


৪০ জন পড়ুয়ার হাতে পাঠ্য সরঞ্জাম তুলে দেওয়ার পর সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় । ছোটরা আবৃত্তি ও গান করে । সংগীত পরিবেশন করেন ঐশী মাইতি, অয়ন জানা, মিনতি মাইতি প্রমুখ । শিশু সদনের পরিচালক গৌরহরি পাত্রকে সম্বর্ধনা দেওয়া হয়। পুষ্পস্তবক,উত্তরীয় ও স্মারক তুলে দেন পার্থ সারথি দাস, অনিন্দ্য জানা ও নমিতা জানা । শেষে পড়ুয়াদের জন্য একটি করে স্টীলের থালা ও গ্লাস এবং জল রাখার বোতল দেওয়া হয় ।


উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন সময় এবং সংবাদ পত্রিকার সম্পাদক অনিন্দ্য জানা। এগরা ২ ব্লকের দুবদা গ্ৰাম পঞ্চায়েত এলাকার খাগদা গ্ৰামের শিশু সদন (অনাথ আশ্রম) বহু পুরোনো হলেও সরকারী সহায়তা তেমন পায় না । বহু মানুষের সাহায্য ও সহযোগিতা নিয়েই এগিয়ে চলেছে প্রত্যন্ত গ্ৰামের এই শিশু প্রতিষ্ঠানটি ।



Comments


bottom of page