top of page

উদ্বোধন হলো শহীদ ক্ষুদিরাম স্মৃতি সংগ্রহশালা

প্রতিনিধি : অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৪ তম জন্মদিনে ঐতিহাসিক শহরে উদ্বোধন হলো শহীদ ক্ষুদিরাম স্মৃতি সংগ্রহশালা, কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদনের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে পৌরসভা অনুমোদিত স্থানে কন্টাই শহীদ ক্ষুদিরাম মেমোরিয়াল ট্রাস্ট ও সহযোগী সংস্থা কাঁথি শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে স্বাধীনতা আন্দোলনের প্রথম বাঙালি শহীদ ক্ষুদিরাম বসুর জীবনের নানান ঘটনার

খোদাই (Relief) ও দুষ্প্রাপ্য ছবি ও রচনার আলোকচিত্র সম্বলিত এই শহীদ ক্ষুদিরাম স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। আজকের সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড.বিজ্ঞানী মৃদুল দাস।

এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি কলেজের অধ্যক্ষ ড.অমিত কুমার দে, অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, শিল্পী অসিত সাঁই,দেবায়ন কর প্রমুখরা। আজকের সভার উদ্বোধক ও আলোচকরা শহীদ ক্ষুদিরাম বসুর জীবনের নানান দিক তুলে ধরে আজকের অবক্ষয়িত সমাজে তার জীবন সংগ্রামের যথার্থ অনুশীলনের আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পৌরপিতা সুবল কুমার মান্না। তিনি এই উদ্যোগকে অভিনন্দিত করে পাশে থাকার আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্ট ও সমিতির সভাপতি দেব কুমার রায়। আজকে সকালে রসুলপুর বাসস্ট্যান্ডের নেতাজী মূর্তি থেকে ক্ষুদিরাম মূর্তি পর্যন্ত রোড রেস প্রতিযোগিতা ও শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান হয়। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশিত হয় ।

রাষ্ট্র সমিতির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন স্বাধীনতার ৭৫ বর্ষে কাঁথি তথা জেলাবাসীকে উৎসর্গ করা হলো প্রথম বাঙালি শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত এই সংগ্রহশালা। এই সংগ্রহশালা ইতিহাস চেতনার একটি দর্শনীয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত হলো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা হিসেবে এই ক্ষুদিরাম মূর্তি ও সংগ্রহশালা ছাত্র যুবকদের মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। তিনি কাঁথি পৌরসভা সহ যারা এই প্রতিষ্ঠানকে বিকশিত করার জন্য সমস্ত ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাপ্তি দিনে রক্তদান শিবির , দুঃস্থদের শীতবস্ত্র প্রদান , পুরস্কার বিতরণী , আলোচনা সভা অনুষ্ঠিত হলো ।



Comments


bottom of page