top of page

বেলিয়াবেড়া থানার পুলিশের উদ্যোগে দুটি পুজো কমিটিকে শারদ সম্মান প্রদান

তৃণ্ময় বেরা , ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার পুলিশের উদ্যোগে বেলিয়াবেড়া থানার পেটবিন্ধি ও ছোটখাড়বাঁধি এলাকার দুটি দুর্গাপুজো কমিটিকে ট্রফি দিয়ে সম্মান প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ডিএসপি দেবরাজ ঘোষ, সি আই গৌতম চক্রবর্তী, বেলিয়াবেড়া থানার সৌরভ ঘোষ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে করোনা সচেতনতা নিয়ে পেটবিন্ধি সার্বজনীন দুর্গাপূজা কমিটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছিলেন তাদের উদ্যোগ মানুষের নজর কেড়েছিল। তাই করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য পেটবিঁধি দুর্গাপূজা কমিটি যে উদ্যোগ গ্রহন করেছিল সেই উদ্যোগকে স্বাগত জানানোর জন্য একটি স্মারক উপহার দেওয়া হয়।

সেইসঙ্গে করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য ছোটখাড়বাঁধি দুর্গাপুজো কমিটিকেও বিশেষ ট্রফি দেওয়া হয় ।বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ বলেন, আদালত ও প্রশাসনের নির্দেশ মেনে এই দুইটি পূজা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। পুজো মণ্ডপে আসা প্রতিটি মানুষের হাতে স্যানিটাইজার ও মাস্ক তুলে দিয়েছিল। সেই সঙ্গে মানুষকে করোনা নিয়ে সচেতনতা দিয়েছিল। তাই পুলিশের পক্ষ থেকে ওই দুই পুজো কমিটিকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। তিনি বলেন আগামী দিনে এই পুজো কমিটি গুলি এলাকার মানুষকে করোনা সম্পর্কে আরো ভালো ভাবে কাজ করবে। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শারদ সম্মান পুরস্কার পেয়ে খুশি ওই দুটি সার্বজনীন পুজো কমিটির সদস্যবৃন্দ।



38 views

留言


bottom of page