top of page

ভূপতিনগরের বামুনিয়াতে শিশু কিশোর সাহিত্য উৎসব

প্রতিনিধি : মাঘী পূর্ণিমা উপলক্ষে বামুনিয়া সমবায় সমিতির সভাগৃহে কালি-কলম-মন পরিবারের কর্মকর্তা গোকূল ভূঞ্যার উদ্যোগে প্রায় শতাধিক কচি-কাঁচাদের লেখা ও আঁকা শিশু কিশোর সাহিত্য কালি-কলম-মন পত্রিকা প্রকাশিত হয় ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি অজিতকুমার জানা । প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক দুর্গাপদ ভট্টাচার্য ও বিশিষ্ট অতিথিগণ ছিলেন বিশিষ্ট আঞ্চলিক ইতিহাসকার মন্মথনাথ দাস, অধ্যাপক সুশীলরঞ্জন মাইতি, সিতাংশু দাস, বিমান কুমার নায়ক, ড. বিষ্ণুপদ জানা, গৌরচাঁদ পাত্র, অসীমকুমার পাত্র, সমরেশ সুবোধ পড়িয়া, অশোক কুমার বেরা, অশোক কুমার দাস, অনিল কুমার সাহু, ভূপালচন্দ্র মাইতি, সুধাংশুশেখর হাইত, চন্দন কুমার মাইতি, দেবাশীষ গোস্বামী, নিমাইচরণ পাত্র সহ প্রায় শতাধিক কচি-কাঁচা শিশু কবিবৃন্দ।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত ও গুণীজনদের বক্তব্যদানে পত্রিকা প্রকাশ অনুষ্ঠানটি একটি উৎসবে পরিণত হয় । অনুষ্ঠানের আহ্বায়ক ও পত্রিকা প্রকাশক গোকূলচন্দ্র ভূঞ্যা সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । সুন্দর অনুষ্ঠানটি যুগ্মভাবে সঞ্চালনা করেন তপনকুমার দাস ও যুগলকিশোর মন্ডল ।



Comments


bottom of page