প্রতিনিধি : কন্টাই পাবলিক স্কুলের রজত জয়ন্তী উৎসবের সূচনা হলো শনিবার সকালে । এদিন স্মারক প্রেক্ষাগৃহের ও উদ্বোধন হয় । উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় । বিশিষ্ট অতিথিবর্গের সাথে স্কুলের অধ্যক্ষও মূর্তিতে মাল্যদান করেন ।
মঙ্গলদীপ প্রজ্জ্বলনের পর বৈদিক মন্ত্র উচ্চারণ করেন স্কুলের বরিষ্ঠ উপদেষ্টা হরিশংকর দাস । রজতজয়ন্তী হলের দ্বারোদঘাটন করেন স্বামী বিবেকানন্দ এন সেন্ট্রাল হাউস এন্ড কালচারাল সেন্টারের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দজি । ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন জ্যোতির্বিজ্ঞানী ডক্টর দেবীপ্রসাদ দুয়ারী ।
প্রধান ও বিশেষ অতিথি ছিলেন দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতার প্রশিক্ষক ডক্টর তপন পানিগ্রাহী , কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী সত্যাত্মানন্দজি মহারাজ , বিজ্ঞানী ডঃ পুণ্যশ্লোক ভাদুড়ী , অধ্যাপক সেক মকবুল ইসলাম ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল পরিচালন কমিটির সভাপতি গৌরহরি গিরি । অনুষ্ঠানে দশম ও দ্বাদশ শ্রেণীর বিদায়ী ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও স্মারক দিয়ে সম্বর্ধিত করেন স্কুলের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস ও সম্পাদক বরুণ কুমার জানা । রজতজয়ন্তী পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন অধ্যাপক ডক্টর প্রদীপ্ত পঞ্চধ্যায়ী ও ডাক্তার বিধানচন্দ্র ভূঁইয়া । বক্তাগণ স্কুলের গৌরবময় ২৫ বছরের ইতিকথা বর্ণনা করেন । জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
コメント