প্রতিনিধি : করোনার আবহে রাজ্যের কোনো কলেজে আর পরীক্ষা নেওয়া হবে না ,আজ রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর থেকে একটি অ্যাডভাইজরি নোটিশ পাঠিয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্টার কে ,রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন | এতে বলা হয়েছে আন্ডারগ্রাজুয়েট এর ৫ টি সেমিস্টারের পূর্ববর্তী সর্বোচ্চ নম্বর অনুযায়ী ৮০ পারসেন্ট ধরা হবে এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বেসিক ২০ পারসেন্ট ধরা হবে, এছাড়া পোস্টগ্রাজুয়েট এর ক্ষেত্রে পূর্ববর্তী তিনটি সেমিস্টারের ক্ষেত্রেও একই পদ্ধতি ব্যবহার করা হবে, এছাড়া ৩১ শে জুলাই এর মধ্যে রেজাল্ট দেয়া হবে | এ বিষয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর টিএমসিপি ইউনিট সভাপতি সিদ্ধার্থ মাইতি জানিয়েছেন এটি খুবই ভালো সিদ্ধান্ত, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা চন্দন বাগ বলেছেন এতে ছাত্ররা খুশি হবে, পশ্চিম মেদিনীপুরের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সৌরভ চক্রবর্তী জানিয়েছেন আমরা ছাত্রদের পাশে প্রথম থেকেই ছিলাম এবং ছাত্রদের স্বার্থে এই সিদ্ধান্ত খুব ভালো , মুগবেড়িয়া কলেজের তৃতীয় বর্ষের অনার্সের ছাত্র বিশ্বজিৎ ঘোড়াই জানায় যে আমরা খুবই চিন্তার মধ্যে ছিলাম আমাদের পরীক্ষা নিয়ে কী হবে সবশেষে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা খুশি , দেশপ্রাণ মহাবিদ্যালয় ইউনিট সভাপতি আবেদ আলী খান বলেন যে প্রথমদিন থেকেই আমরা ছাত্র-ছাত্রীদের পাশে ছিলাম এবং প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত কথা আমরা তাদের কাছে তুলে ধরতাম এবং অবশেষে তাদের পক্ষে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে এতে ছাত্রছাত্রীরা খুবই খুশি হবে, রামনগর কলেজের ছাত্র নেতা শেখ মইদুল ও শতদল বেরা, মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয় ছাত্রনেতা লক্ষ্মীকান্ত অধিকারী, পালপাড়া কলেজের ছাত্র নেতা অমিত দিন্ডা,প্রসেনজিৎ সামন্ত, মহিষাদল রাজ কলেজের ছাত্রনেতা উত্তম সমাজপতি এবং মহিষাদল গার্লস কলেজের ছাত্রনেত্রী শারমিনারা বিবি, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় টিএমসিপি ইউনিট সভাপতি শেখ রহমত আলী, কাঁথি পিকে কলেজের ছাত্র নেতা অয়ন জানা, মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় ছাত্রনেতা মহাদেব মাইতি, পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্রনেতা শুভেন্দু শেখর ভক্তা, হলদিয়া গভর্নমেন্ট কলেজের ছাত্র নেতা তপধন পাত্র এবং শম্ভূ পাশওয়ান ছাত্রদের পক্ষে আজকের এই অ্যাডভাইজারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ।
top of page
bottom of page
Comments