প্রতিনিধি : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গতকয়েকদিন আগে ছাত্র-ছাত্রীদের জন্য 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' উদ্বোধন করেছেন । এই কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা অবধি ঋণ নিতে পারবে ।
এই কার্ডের জন্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে উপযুক্ত তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে ছাত্র-ছাত্রীদের । তাই ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে কাঁথি প্রভাত কুমার কলেজে , তৃণমূল ছাত্র পরিষদ এর উদ্যোগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হেল্পডেস্ক-এর সূচনা হলো । এই হেল্পডেস্ক-এ এসে নিখরচায় ফর্ম পূরণ করতে পারবে ছাত্র-ছাত্রীরা ।
প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত কাঁথি প্রভাত কুমার কলেজে হেল্প ডেস্কটি খোলা থাকবে । উপস্থিত ছিলেন কাঁথি প্রভাত কুমার তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি সেক ইমরান , পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অয়ন জানা , কাঁথি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভদীপ গিরি , ছাত্রনেতা সেক মাসুম সহ ছাত্র পরিষদের অন্যান্য নেতৃত্বগণ ।
হেল্প-ডেস্কটি কিছুদিন ধরে চলবে বলে জানা যায় । সকল ছাত্র-ছাত্রীদের সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান ইউনিট সভাপতি সেক ইমরান ।
Commentaires