প্রতিনিধি : করোনা সংকটকালে একদিকে মানুষের গৃহবন্দী অবস্থা অন্যদিকে কিছুদিন আগে ঘটে যাওয়া আমফান ঝড়ে লন্ডভন্ড উপকুল এলাকার পরিবার গুলি ।
ঝড়ে শুধু ঘরই ভাঙেনি ,তছনছ করে দিয়ে গেছে ছাত্র ছাত্রীদের পড়বার বই খাতাও ! সেই সকল ছাত্র ছাত্রীদের কাছে শিক্ষা সামগ্রী ,খাতা,পেন ,পেন্সিল ,পেন্সিল বাক্স , রাবার , পেন্সিল কাটার প্রভৃতি তুলে দেন নয়াপুট স্কুলের প্রাক্তনী আই.আই.টি র ছাত্র পিন্টু মাইতি ও তার সহপাঠী বেলুড় বিদ্যামন্দিরের প্রাক্তনী তমলুকের বাসিন্দা সপ্তর্ষি মাইতি ।
সপ্তর্ষির খুবই গাছ কেনার সখ , ঘর সাজাবে ,পরিবেশ বাঁচাবে । তাই , সপ্তর্ষি যেখান থেকে গাছ কেনে সেই তামিলনাড়ুর জন ফ্রাঙ্কলিন রুজভেল্ট তার গাছ বিক্রির থেকে দশ হাজার টাকা পাঠায় এই সপ্তর্ষির কাছে ।
যেহেতু তমলুকে আমফানে ক্ষতির চেয়ে কাঁথি ব্লকের উপকুল এলাকায় বেশি ক্ষতি ,তাই সপ্তর্ষি তার সহপাঠী পিন্টু মাইতি কে এই টাকা পাঠিয়ে দেয় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী প্রদানের জন্য ।সেই মতো আজ লকডাউন কালে “ চলো গ্রামে যাই ,শিশু পড়াই “ শৌলা কেন্দ্রে উপস্থিত ৫০ জন ছাত্রছাত্রী দের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয় ।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াপুট হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই , সহ-শিক্ষক গৌতম সিং , অরুন পাল , ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা স্বপ্না রানী মন্ডল, বিশিষ্ট সাংবাদিক অনিন্দ্য জানা। অনুষ্ঠান পরিচালনা করেন নয়াপুট হাইস্কুলের হোস্টল সুপার দীপক মন্ডল ।আগামী শুক্রবার ও শনিবার বলভদ্রপুর ও চেচুড়াপুট ,পদ্মপুট সহ অনান্য গ্রামে আরো ২০০ জন ছাত্র ছাত্রীদের হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হবে ।
Comments