প্রতিনিধি : মৎস্যজীবি পরিবারের মেয়ে নিবেদিতার সাফল্যের কারণে গ্ৰামে এখন উৎসবের আমেজ। কাঁথি তিন ব্লকের দেবেন্দ্র অঞ্চলের মুড়িসাই গ্ৰামের স্বপন বরের মেয়ে নিবেদিতা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৬১নম্বর পেয়েছে । মৎস্যজীবী পরিবারের মেয়ের এই সাফল্যে প্রতিবেশীরা আনন্দিত। দরিদ্র পরিবারের এই মেধাবী ছাত্রী ইংরেজি নিয়ে পড়তে চায় কাঁথি প্রভাত কুমার কলেজে।
পড়ার জন্য অর্থ প্রয়োজন। কি করে অর্থ সংগ্ৰহ হবে সেই চিন্তা মা-বাবার। এই পরিস্থিতিতে কোনো শুভানুধ্যায়ী কিংবা সংগঠন / সংস্থা এদের পাশে দাঁড়ালে মেয়েটি আশার আলো দেখতে পাবে। প্রতিবেশীরা জানান, ঘর থেকে চার পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে সে স্কুলে যেতো। টিউশন পড়ার সুযোগ পায় নি। স্কুলের শিক্ষক শিক্ষিকারা সাহায্য করেছেন। পাড়ার দাদারা পড়িয়েছেন।
ইংরেজি , বাংলা দুটোতেই সমান দক্ষ নিবেদিতা। ইংরেজি নিয়ে পড়তে চায়। প্রকৃত মানুষ গড়ার কারিগর হতে চায় সে। তার এই সাফল্যে কে উৎসাহিত করতে বাম ছাত্র যুবরা ফুল নিয়ে হাজির হয়েছিলেন তার ঘরে। আকাশ মেইকাপ, বিশ্বজিৎ মান্না, সঞ্জয় গিরি মেধাবী ছাত্রীর হাতে উপহার সামগ্রী তুলে দেন। ফুল দিয়ে সম্বর্ধিত করেন। ভবানীচক হাইস্কুলের মেধাবী ছাত্রীর এই ভালো ফলাফলের জন্য গ্ৰামের মানুষ জন বেজায় খুশি।
댓글