top of page

তৃণমূল ছাত্র পরিষদের আংশিক সাফল্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রতিনিধি : তৃণমূল ছাত্র পরিষদের আংশিক সাফল্যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। গত ২ দিন আগে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর অফ কলেজের কাছে স্নাতক স্তরের পরীক্ষা পদ্ধতি এবং ছাত্র-ছাত্রীদের কিছু অসুবিধা নিয়ে একটি আবেদনপত্র পেশ করা হয়। গতকাল পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর সাংবাদিক বৈঠকের পর যা আংশিক সাফল্যের দিকে। এই আবেদনপত্রের বিষয়গুলিই শিক্ষামন্ত্রী তুলে ধরেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিলেই এই দাবিগুলো চুড়ান্ত হবে । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সবাই। মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের এক ছাত্র জানায় "এই প্রচেষ্টার জন্য তিন জেলার ছাত্র পরিষদকে ধন্যবাদ" । বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের এক ছাত্র জানায় " ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুরক্ষার কথা ভাবার জন্য তৃণমূল ছাত্র পরিষদের কাছে কৃতজ্ঞ "। পালপাড়া কলেজের ছাত্রনেতা অমিত দিন্ডা জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র-ছাত্রীদের পাশে সর্বদা ছিল এবং থাকবে। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তী জানান " আমরা ছাত্র-ছাত্রীদের কথা প্রথমে ভাবি এবং সেইজন্য আমরা সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদনপত্র পেশ করেছি। আমরা সর্বদা ছাত্র-ছাত্রীদের পাশে আছি। " দেশপ্রাণ মহাবিদ্যালয়ের ইউনিট সভাপতি আবেদ আলী খান জানান " শিক্ষামন্ত্রীর সাংবাদিক বৈঠকে আমাদের দাবিগুলি উঠে এসেছে। তিন জেলার ছাত্র পরিষদ ঐক্যবদ্ধভাবে ছাত্র-ছাত্রীদের স্বার্থে লড়ছে। " রামনগর কলেজের ছাত্রনেতা শতদল বেরা এবং কাঁথি প্রভাত কুমার কলেজের ছাত্রনেতা অয়ন জানা ৩ জেলার ছাত্র পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন। ৩ জেলার সকল ছাত্র-ছাত্রী অনেকটাই আশাবাদী এই দাবিগুলি নিয়ে।


467 views

Comments


bottom of page