প্রতিনিধি : পূর্ব মেদিনীপুর জেলা সমগ্র শিক্ষা অভিযান এর উদ্যোগে স্বচ্ছ বিদ্যালয়ের পুরস্কার ২০২১-২২ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো জেলাশাসকের মিটিং কনফারেন্স রুমে । এই অনুষ্ঠানে এই জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিভিন্ন স্বচ্ছ বিদ্যালয়গুলিকে পুরস্কৃত করা হলো ।
সব স্কুলগুলির মধ্যে অন্যতম ছিল কিশোরনগর প্রাথমিক বিদ্যালয় , যারা সারা জেলাতে নিজেদের সুনাম অর্জন করেছে বিভিন্ন বিভাগে । বিদ্যালয়ের ছাত্র সংখ্যা থেকে পরিবেশ , পঠন-পাঠন সহ অন্যান্য সব বিভাগেই নজরকাড়া ভূমিকা অর্জন করছে । পুরস্কার বিতরণের শুরুতে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি মহোদয় ও প্রাথমিক জেলা পরিদর্শক মহোদয় শংসাপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাত্র ও সহ শিক্ষিকা লাভলী মিত্র সহ বিদ্যালয়ের শিশু সংসদের দুই ছাত্র-ছাত্রী প্রধানমন্ত্রী প্রেমসাই কর ও স্বাস্থ্যমন্ত্রী সমবৃতা বেরা-র হাতে তুলে দেন এবং উপস্থিত সকলে উৎসাহিত করেন যাতে বিদ্যালয়ের আরো আগামীদিনে উন্নতি সাধন ঘটে।
যদিও এখনও রাজ্যভিত্তিক ফলাফল বাকি তাতেও বিদ্যালয় আশাবাদী, রাজ্যে নিজেদের যোগ্য স্থান অর্জন করার জন্য । বিশেষভাবে উল্লেখ্য এই বিদ্যালয় বিগত দিনে নির্মল বিদ্যালয়, শিশু মিত্র, সেরা বিদ্যালয় ও যামিনী রায়ের মতন পুরস্কারে পুরস্কৃত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই পুরস্কারের জন্য সমগ্র শিক্ষা মিশন এর সকল আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক অফিস, সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক অভিভাবিকা ও কমিটির সকল সদস্য সদস্যা ও স্থানীয় সকল প্রশাসন এবং গ্রামবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ।
Commentaires