প্রতিনিধি : কাঁথি শহরে বানী বন্দনায় ব্রতী হয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও ক্লাব- সংগঠনের সদস্য-সদস্যারা । বেশ কয়েকটি বিদ্যালয় ও ক্লাবের আমন্ত্রণলিপি এসেছে সময় এবং সংবাদ পত্রিকা দপ্তরে । বাণী বন্দনায় কাঁথি প্রভাত কুমার কলেজ । আমন্ত্রণ লিপিতে দুটি লাইন নজর কেড়েছে। প্রথমে 'আজি দখিন দুয়ার খোলা' । দ্বিতীয় 'আসবে জানি তোমারা সবাই, মায়ের দেওয়া প্রসাদ নিতে' । এগরা সারদা শশীভূষণ কলেজের আমন্ত্রনপত্র একেবারেই সাদামাঠা । আপনাদের সানুরাগ উপস্থিতিতে নন্দিত হোক - এই বলেই সাদর আমন্ত্রণ জানানো হয়েছে ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যালয় থেকেও আমাদের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সেই সঙ্গে প্রীতিভোজে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে । কাঁথি মডেল ইনস্টিটিউশন স্কুলে প্রতিবারের মতো এবারও থাকছে আলোকসজ্জা, চিত্র ও হস্তশিল্পের প্রর্দশনী। কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন ও কিশোরনগর শিশু শিক্ষাসদন আয়োজন করেছে পুষ্পাঞ্জলি প্রদানের পাশাপাশি নির্মাল্য বিতরনের ।
থাকছে আলোকসজ্জা ও আতসবাজি প্রর্দশনী । কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয় ও আমন্ত্রণ জানিয়েছে পত্রিকার সাংবাদিকদের । আমন্ত্রণ লিপিতে বাণীবন্দনা লেখা হয়েছে ছন্দ কবিতায় । ছাত্রী, শিক্ষিকাদের সঙ্গে প্রীতিভোজে অংশগ্রহণ করার জন্য সাংবাদিকদের ও আমন্ত্রণ জানানো হয়েছে । নয়াপুট সুধীর কুমার হাইস্কুলের আমন্ত্রণপত্র হালকা স্কেচ হলেও নজরকাড়া। ছড়া ছন্দে আমন্ত্রণ । দুটি ক্লাব আমন্ত্রণ জানিয়েছে। একটি কন্টাই রয়েল স্টুডেন্টস অপরটি ইউথ ইউনাইটেড । রয়েল স্টুডেন্টস এর কার্ডটি খুব সুন্দর ।
বানীবন্দনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আছে সেবামূলক কর্মকান্ড । ইউথ ইউনাইটেড জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে । প্রজাতন্ত্র দিবস পালন সহ বস্ত্র বিতরণ কর্মসূচী রয়েছে ।
Comments