প্রতিনিধি : শিক্ষক দিবসে কাঁথি ও এগরা মিলে ২৫ জন শিক্ষক কে সম্মান তুলে দিলো উই কেয়ার স্বেচ্ছাসেবী সংস্থা। শিক্ষক দের মধ্যে ছিলেন এগরা সারদা শশী ভূষন কলেজের প্রফেসার দেবাশীষ সাহা ,চিত্র শিল্পী ও শিক্ষক সোমনাথ তামিলী মহাশয়, বৈতা মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আশিষ দাসমহামাত্র, কেউটগেরিয়া বিদ্যালয়ের শিক্ষক অমিত দে, এগরা আকলাবাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরদিন্দু দাস , এছাড়াও সম্মান তুলে দেওয়া হয় শিক্ষক মানস মাইতি, নবগোপাল প্রধান মহাশয়, শিক্ষিকা মহুয়া মান্না , শিল্পী সাহা ও তপতী মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের হাতে।
প্রত্যেকে সংস্থার এই উদ্যোগের প্রশংসা করেষ। শিক্ষক সম্রাট দাস বলেন আজ এই দিনটি আমাদের মতো শিক্ষক দের কাছে খুবই গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতিতে এই বিশেষ দিনে প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আজ অনেক দূরে। মন ভালো নেই, তার মধ্যে দিয়ে উইকেয়ারের এই সম্মান কিছু টা অক্সিজেন প্রদান করলো। সংস্থার সহ সভাপতি সুভাষ নন্দ জানান শিক্ষকরা সমাজের মেরুদন্ড । শিক্ষকরা মানবিক কাজে আমাদের পাশে থেকেছেন বরাবর।
আমার পরিবারের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষককে প্রনাম। সংস্থার সভাপতি উজ্জয়িনী ব্যানার্জি বলেন কয়েকদিন আগেই আমরা একজন মানবদরদী শিক্ষক দেশের রাষ্ট্রপতি প্রনব মুখার্জী কে হারিয়েছি এছাড়াও করোনা প্রান কেড়েছে অনেক শিক্ষকদের। এই শিক্ষক দিবসে আমাদের পরিবারের পক্ষ থেকে ওনাদের স্মরণে রইল বিনম্র শ্রদ্ধা ও প্রনাম। সংস্থার সকল শিক্ষক সৈনিকদের উনি শুভেচ্ছা জানান।
Commenti