top of page

'পার্বণ' ঘিরে বেলপাহাড়িতে তিনদিন উপচে পড়া ভিড়

প্রতিনিধি : গত ২৭ , ২৮ ও ২৯ শে ডিসেম্বর ঝাড়গ্রামের বেলপাহাড়িতে হল "পার্বণ" শীর্ষক লোকসংস্কৃতি উৎসব । আয়োজন করেছিল রামনগর অঙ্কুর কলামন্দির এবং সহযোগী ছিল বেলপাহাড়ী ট্যুরিজম অ্যাসোসিয়েশান । তিনদিনের অনুষ্ঠানে উপচে পড়া ভিড় লক্ষ করা যায় ।


প্রতিদিন সকালে লোকনৃত্য , শাস্ত্রীয় নৃত্য , রবীন্দ্রনৃত্য , ভরতনাট্যম ও অঙ্কন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে, প্রথম দিন অনুষ্ঠানের বিশেষ উদ্বোধন করেন রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা , উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা সহ অন্যান্য অনেক অতিথি । প্রথম দিনের মূল আকর্ষণ ছিল নদীয়া জেলার পুতুল নাচ ।

দ্বিতীয় দিন সকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী অখিল গিরি সহ অন্যান্য অতিথিবৃন্দ । 'পার্বন কথা' স্মরণিকা প্রকাশ করেন মন্ত্রী । দ্বিতীয় দিনের আকর্ষণ ছিল ছৌ-নাচ ।


শেষ দিন সকালে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত । সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উৎসবের সাথে যুক্ত প্রতিটি মানুষকে সম্বর্ধনা জানানো হয় । বেলপাহাড়িতে এই তিনদিনের উৎসব ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।


অনুষ্ঠানে বহু মানুষকে 'পার্বণ অঙ্কুর সম্মান ২০২১' অর্পন করা হয় । সমগ্র অনুষ্ঠানটি‌র পরিকল্পনা ও সঞ্চালনা করেন রামনগর অঙ্কুর কলামন্দিরের কর্ণধার কল্যাণ দাস । অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানান পার্বন উৎসব কমিটির স্থানীয় সম্পাদক বিধান দেবনাথ ।



コメント


bottom of page