top of page

খেজুরীতে মহান নভেম্বর বিপ্লব দিবস পালিত

প্রতিনিধি : মহান নভেম্বর বিপ্লব দিবসের ১০৬তম বর্ষ উদযাপন দিনটিতে জেলার ৩৩ টি এরিয়া কমিটি ও ৭০৪ টি শাখা এলাকায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়। খেজুরি-১ ও ২ এরিয়া কমিটির ডাকে কলাগাছিয়া ভূঁইয়া মোড়ে কমরেড সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনের সম্মুখে নভেম্বর বিপ্লবের আলোকে বর্তমান দেশের পরিস্থিতিও আশু আন্দোলন সংগ্রাম

বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, জেলা মন্ডলীর সদস্য সুব্রত পন্ডা, খেজুরী-১ এরিয়া কমিটির সম্পাদক গোকুল ঘোড়ুই, খেজুরি ২ এরিয়া কমিটির সম্পাদক রত্নেশ্বর দোলুই।


সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য যাদবেন্দ্রনাথ সাহু। নভেম্বর বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যার সাথে সাথে নেতৃত্বগণ গ্রাম জাগাও ,চোর তাড়াও, বাংলা বাঁচাও আওয়াজ তুলে গ্রামে গ্রামে পদযাত্রা সফল করা এবং ২৬- ২৭ শে নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলা ক্ষেতমজুর ইউনিয়নের ২য় সম্মেলনকে সামনে রেখে সমাবেশ সফল করার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান । নন্দকুমারে সমবায় নির্বাচনেকে কেন্দ্র করে বিজেপির অভিসন্ধীমূলক এবং

তৃণমূলের - সি.পি.আই.(এম.)-র বিরুদ্ধে ঘৃন্য প্রচারের বিরুদ্ধে নেতৃত্বগন নিন্দা প্রকাশ করে বক্তব্য তুলে ধরেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে জব্দ করার জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সমঝোতা করে নির্বাচনে লড়াই করা যাবে না বলে কর্মী-সমর্থকদের প্রতি বক্তব্যের মধ্যে তুলে ধরেন নেতৃত্বগন।



Comments


bottom of page