প্রতিনিধি : পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কে ই-মেলের মাধ্যমে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের গেম ফি বাতিল করার জন্য।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্গত দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ৫৪ টি কলেজ অবস্থিত, এই কলেজগুলিতে দীর্ঘদিন ধরে গেম ফি নেওয়া হয় প্রতিবন্ধী ছাত্র ছাত্রীর কাছ থেকে কিন্তু প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের কোন খেলা হয়না, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শারীর শিক্ষার অধ্যাপক সুভাষ বারিক বলেন বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের আলাদা করে কোনো খেলা নেই, ফি মুকুবের আলাদা বিভাগ আছে উনারা এই বিষয়ে বলতে পারবেন।
বাজকুল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ পীযূষ কান্তি দণ্ডপাট বলেন বিশ্ববিদ্যালয় গেম ফি জন্যে ৬০ টাকা নিতে বলেছে, ৩০ টাকা বিশ্ববিদ্যালয় জমা দিতে হয়, প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের জন্য এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা জানাবো । মুগবেড়িয়া কলেজ-এর অধ্যক্ষ ডঃ স্বপন কুমার মিশ্র বলেন আমাদের এই বিষয়টা নজরে ছিল না, প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের গেম ফি বিষয়টা বিশ্ববিদ্যালয়ের কাছে আগামী দিনে তুলে ধরবো, এছাড়া আমি আমাদের অধ্যক্ষ অ্যাসোসিয়েশনের কাছে বিষয়টি জানাবো, তবে গেম ফি বাতিল না করে যদি প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের খেলাধুলা করার বিষয়টা দেখা যায় তবে আরো ভালো হয়, তৃণমূল ছাত্র পরিষদ এই বিষয়টা সবার নজরে আনার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
একজন প্রতিবন্ধী ছাত্রের অভিভাবক জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় এতদিন থেকে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের কেন গেম ফি নিয়েছিল আজ পর্যন্ত, যদি প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের জন্য খেলা না থাকে । দেশপ্রাণ মহাবিদ্যালয় টিএমসিপির ইউনিট সভাপতি আবেদ আলী খান বলেন আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে সমস্ত প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের গেম ফি বাতিল করার জন্য বলেছি, পূর্ব মেদিনীপুরে ছাত্র থেকে শিক্ষক মহল সবাই তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগকে কে সমর্থন জানিয়েছে, দেশপ্রাণ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের এই প্রতিবাদপত্র দেয়ার জন্য শামিল হয়েছিল ছাত্রনেতা নিমাই দাস, তারাশঙ্কর পন্ডা ,অরিন্দম দেবনাথ ,রাহুল গিরি ,তারিখ মোহাম্মদ খান, বিজয় মন্ডল, শ্রীময় জানা, মালঞ্চ পল্লব আচার্য, বিশ্বজিৎ বারুই ।
Comments