প্রতিনিধি : দেশপ্রান ব্লকের বসন্তিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দেশপ্রান ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষ রোপণ কমসূচী হয়। সামিয়ানা কর্মসূচীর উদ্বোধন করেন মহিলা নেত্রী বিধায়ক বনশ্রী মাইতি। "দাও ফিরে সে অরণ্য, লও এ নগর"এই স্লোগানকে সামনে রেখে এক হাজার চারাগাছ স্থানীয় মহিলাদের দেওয়া হয়। ঘোষনা করা হয় আটটি অঞ্চলে এক লাখ চারাগাছ বিতরন করা হবে। এই বন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী গীতা মাইতি, আনোয়ারা বিবি, মালা গিরি প্রমুখ। বিদ্যালয় চত্বরে নানান বৃক্ষ রোপণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্ত মিশ্র, সহ শিক্ষক প্রভঞ্জন শীট, তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিরাজ কান্তি গুড়িয়া , সমীর পান্ডব, স্নেহাশীষ পাহাড়ী উপস্থিত ছিলেন। বিধায়ক বনশ্রী মাইতি বলেন, আমফান ঝড়ে প্রচুর গাছপালা নষ্ট হয়ে গেছে। সবুজায়নের জন্য বনাঞ্চল গড়তে এই উদ্যোগ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে এবং সুন্দর সমাজ গড়তে প্রচেষ্টা চলছে। সামিয়ানা অনুষ্ঠানে উপস্থিত পাঁচশত মহিলাকে নানান চারাগাছ দেওয়া হয়।
top of page
bottom of page
Comentários