প্রতিনিধি : নবধারা-র তিন বছর জন্মদিন এবং বাইশে শ্রাবণ উপলক্ষে খেজুরীর হেঁড়িয়াতে এক অভিনব বৃক্ষ পরিণয় উৎসব অনুষ্ঠিত হয় হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনে। শান্তি মন্ত্র উচ্চারণ এর সাথে এই অনুষ্ঠানের সূচনা করেন সমীর পন্ডা।
এরপর দুটি বৃক্ষকে সন্তান তুল্যে বৈদিক মন্ত্র উচ্চারণের সাথে প্রতীকি বিবাহ বন্ধনে আবদ্ধ করে বৃক্ষরোপণ করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল,বৃক্ষনিধনের বিরুদ্ধে সমাজকে সচেতন করার চেষ্টা।
অনুষ্ঠানের শুরুতে গাছ আমাদের মানব সভ্যতার এক অন্যতম স্তম্ভ তা স্মরণ করে ভাষ্যপাঠ করেন অর্চিতা মিদ্যা, সমীর পন্ডা এবং রুদ্র পন্ডা। দুটি বৃক্ষকে বর ও কনে সাজিয়ে "মরুবিজয়ের কেতন উড়াও" এই রবীন্দ্র সংগীতের সঙ্গে সমীর ডান্স অ্যাকাডেমির ছোট থেকে বড় সবাই নাচের তালের মাধ্যমে বিদ্যালয়ে প্রদক্ষিণ করা হয়, আমাদের জীবনের অন্যতম মূল উপাদান পঞ্চভূতের প্রতীকরূপে পঞ্চকন্যার সহিত।
তার সাথে বাঙালির বৈবাহিক লৌকিক আচার মেনে সাজানো হয়েছিল বিভিন্ন তত্ত্ব। দুটি বৃক্ষকে বিদ্যালয়ের মধ্যে রোপন করা হয়। বৃক্ষ পরিণয় এবং বৃক্ষ রোপন অনুষ্ঠানের পরে কবিগুরুকে স্মরণ করা হয় নাচে-গানে এবং কবিতাতে অংশগ্রহণ করেন ঋত্বিকা সরকার, কৃষ্ণা সিনহা, মনামী দন্ডপাট,রবীন জানা সহ নবধারার সদস্যরা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন মধুরিমা,অম্বি, মন্দিরা,প্রিয়া, শুভশ্রী, সঞ্চিতা,মধুশ্রী সহ সমীর ডান্স অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা । অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ডঃ বিষ্ণুপদ জানা ,সোমা প্রধান, জয়দেব মাইতি এবং সৃজন-এর দায়িত্বে ছিলেন উত্তম গুড়িয়া মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক সহ বিশিষ্ট ব্যক্তিরা।
নবধারার কর্নধার সমীর পন্ডা জানান যে, "করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনুষ্ঠানে আমন্ত্রিত সংখ্যা খুবই কম রাখা হয়েছিল, আগামী দিনে আমরা সমাজে চারিদিকে এই চিন্তা ভাবনাকে আরও ছড়িয়ে দিতে চাই । বৃক্ষ পরিণয় উৎসবের মধ্য দিয়ে মানুষের সঙ্গে বৃক্ষের একাত্মতা ঘটানো আমাদের মূল লক্ষ্য " ।
Comments