top of page

বিশ্ব পরিবেশ দিবসে হেঁড়িয়া রেলস্টেশনে বৃক্ষরোপণ ও পার্থেনিয়াম নির্মূলকরণ অভিযান

প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবসের শুভ সকালে হেঁড়িয়া রেল স্টেশনে বৃক্ষরোপণ ও পার্থেনিয়াম নির্মূলীকরণ কর্মসূচি আয়োজন করে খেজুরী লায়ন্স ক্লাব, দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকা পরিবার ও সুবোধ সমাজ পত্রিকা পরিবার। দীঘা থেকে পাঁশকুড়া প্রতিটি রেল স্টেশনে বৃক্ষমিত্র শচীনন্দন সামন্ত-র বৃক্ষরোপণের দেখানো পথে কয়েকজন অতি উৎসাহী মানুষের চেষ্টায় কয়েকটি গাছ আজ‌ও বেঁচে আছে।


আরো অনেক প্রয়োজন। কিছু কথা, কবিতা, নাচ, গান-এর মাধ্যমে আজ অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। উপস্থিত ছিলেন এলাকার বহু গুণী মানুষজন। চারাবৃক্ষ দান করেন শিক্ষিকা-কবি বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা, গৌতম জানা ও অনন্ত কুমার মান্না প্রমুখ। অনুষ্ঠানে সভামুখ্য ছিলেন হরেন্দ্রনাথ পাল, প্রধান অতিথি কৃষি বিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান কুমার নায়ক, নমিতা নায়ক, অজিত কুমার জানা, বিধানচন্দ্র রাউৎ, ভূপাল কুমার মাইতি, জলধর নায়ক, সুভাষচন্দ্র ঘোড়ই, রবীন্দ্রনাথ দাস অধিকারী, রাজবালা খাটুয়া, মহামায়া গোল, কমলিনী জানা, মিহিরবরণ পান্ডে, সুকুমার কোটাল, সুদর্শন সেন, সুমন কল্যাণ ভৌমিক, শুভেন্দু কামিলা, উৎপল সামন্ত প্রমুখ

বিশিষ্টজনেরা। এছাড়াও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় বারিক, প্রদীপ শাসমল, জয়দেব ঘোষ, অশোক নায়ক, সঞ্জয় পড়্যা, বিশ্বজিৎ নায়ক, বিবেকানন্দ নায়ক, দিলীপ নায়ক, সঞ্জয় নায়ক সহ এলাকার উৎসাহী অনেকেই। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবোধ সমাজ পত্রিকা পরিবারের পক্ষে সমরেশ সুবোধ পড়্যা। বিশ্ব পরিবেশ দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা ও উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন খেজুরী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার সম্পাদক ড. বিষ্ণুপদ জানা।



Comments


bottom of page