প্রতিনিধি : সারাবছর নিরন্তরভাবে সমাজসেবামূলক কাজ ও বিভিন্ন মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হলদিয়ার আশা কিরণ ওয়ার্ল্ডের এবারের উদ্যোগ , সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্লাস্টিক ও প্লাস্টিকজাত দ্রব্যের অপসারণ ও এই দূষণ সংক্রান্ত সচেতনতা। একই সঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকায় সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভিদ বিস্তারে উদ্যোগ গ্রহণ ।
হলদিয়ার এই স্বেচ্ছাসেবী সংস্থা এর প্রায় ৪০ জন সদস্য সদস্যা কয়েকটি ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে দীঘা, শংকরপুর, তাজপুর, মান্দারমনি প্রভৃতি এলাকায় প্লাস্টিক, পলিথিন ও প্লাস্টিক জাতীয় দুষক অপসারণে কাজ করেন ।
সেই সঙ্গে মানুষকে এই দূষণের ভয়াবহতা সম্পর্কে অবগত করান এবং সচেতন বৃদ্ধিতে উদ্যোগ নেন। সমুদ্র উপকূলবর্তী ও তৎসংলগ্ন এলাকায় বট ,অশত্থ,করঞ্জী,বাবলা অর্জুন ,অশোক প্রভৃতি দেশজ প্রায় ২৭ উদ্ভিদ প্রজাতির দু'শোর ও বেশি উদ্ভিদ রোপণের উদ্যোগ নেন।
আজকের এই আয়োজনের উদ্বোধন এবং সামগ্রিক সহযোগিতায় করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য এবং সমুদ্র উপকূলবর্তী এলাকার উদ্ভিদ গবেষক চন্দ্রশেখর মন্ডল।সঙ্গে ছিলেন আশা কিরণ ওয়ার্ল্ডের সভাপতি সমর সামন্ত, সম্পাদক তনয় খালুয়া । এছাড়াও বিশিষ্ট উদ্ভিদ বিশেষজ্ঞ বিজয় কৃষ্ণ বেজ, শিক্ষক রাজশেখর মন্ডল, অমিতাভ মন্ডল প্রমূখ ।
এই উদ্যোগের সূচনা করে সমুদ্র উপকূলবর্তী এলাকায় উদ্ভিদ নিয়ে গবেষণা করা চন্দ্র শেখর মন্ডল বলেন , প্রাকৃতিক উপায়ে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়ায় আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে । উন্নয়নের নামে প্রকৃতিবিরুদ্ধ কাজকে নিয়ন্ত্রণ এবং সেইসঙ্গে বাস্তুতন্ত্র উপযোগী উদ্ভিদ রোপনের উদ্যোগ এর মধ্য দিয়ে সামগ্রিক ইকোসিস্টেমের একটি সুস্থির অবস্থা নিয়ে আসতে হবে যা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করবে। আশা কিরন ওয়ার্ল্ডের সভাপতি সমর সামন্ত জানান, আমাদের নিরন্তর সামাজিক ও সেবামূলক কাজ আমরা জেলা সহ সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি ।
আমাদের এবারের পরিবেশ সচেতনতামূলক এই উদ্যোগ নিতে পেরে আমরা ভীষণ খুশি । সম্পাদক তনয় খালুয়া বলেন ,কিছুটা হলেও কোভিডের কারণে পর্যটকদের আনাগোনা কম হলেও আমাদের এই উদ্যোগে সামিল হয়েছেন অসংখ্য পর্যটক। সেই সঙ্গে পার্শ্ববর্তী এলাকায় মানুষকে উদ্ভিদের যত্ন ও তার পরিচর্যা সম্পর্কে আমরা সচেতনতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি,সেই সঙ্গে তাদের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে । আগামী দিনে আরো বৃহৎ ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ নেওয়া এবং বিভিন্ন জায়গায় আমাদের সংস্থা ও আমাদের উদ্যোগে বিভিন্ন উদ্ভিদ দত্তক নেওয়া ও অন্যান্য উদ্ভিদের পরিচর্যার ক্ষেত্রে আমরা নিরন্তন কাজ করে যাবো ।
Comentarios