top of page

বীরবন্দর অঞ্চলে তৃনমূল কংগ্রেসের সম্মেলন

প্রতিনিধি : খেজুরী-১ ব্লকের বীরবন্দর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে গোলাবাড়ি বুথ তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন আয়োজিত হয় । সভায় সভাপতিত্ব করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অরবিন্দ দাস ।

সভায় বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, খেজুরী-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান নায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি, পটাশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের

সভাপতি পীযূষ পন্ডা, ব্লক কর্মাধ্যক্ষ সেক জালাল উদ্দীন, বীরবন্দর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক নওসেদ, গ্রাম প্রধান সন্তোষ চুয়ান, সেক মমরেজ আলি, দেবাশীষ পন্ডা প্রমুখ নেতৃবৃন্দ। সম্মেলনে ৩৪ জনের বুথ কমিটি গঠিত হয় । সেই সাথে যুব-ছাত্র-মহিলা-শ্রমিক সহ বিভিন্ন শাখা সংগঠনের বুথ কমিটি গঠিত হয়।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের মা-মাটি-মানুষের রাজ্য সরকারের উপর অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করেছে । রাজ্য সরকারের লক্ষাধিক কোটি টাকার ন্যায্য পাওনা কেন্দ্রীয় সরকার আটকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পকে স্তব্ধ করতে চক্রান্তে লিপ্ত। একশো দিনের কাজের টাকা বন্ধ রেখে জনগণের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যুদ্ধ ঘোষণা করেছে। সিপিএমের হার্মাদদের বিজেপি পতাকাতলে জড়ো করে শান্ত খেজুরীকে আবার অশান্ত করতে চাইছে ।


Comments


bottom of page