top of page

গুচ্ছ সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

প্রতিনিধি : "রক্তদান জীবন দান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান"-রোগীদের প্রাণ বাঁচাতে কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত কুলতলিয়া ইউনিটের চয়নিকা, সপ্তশ্রী, অভিনন্দন ও ঋষি বঙ্কিম গুচ্ছ সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় এবং কাঁথি মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় দেশপ্রাণ ব্লকের বাইজাপুর গৌরমোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ।


মহিলা ও পুরুষ মিলে প্রায় ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন কাঁথি দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জানা । এছাড়া উপস্থিত ছিলেন দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য কেশবচন্দ্র পাহাড়ি, কাঁথি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রাজ ভট্টাচার্য, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন

পন্ডা, মুখ্য হিসাব রক্ষক বন্ধন কুমার দাস, সুপারভাইজার মঞ্জুশ্রী মাইতি, মান্তু জানা, চয়নিকা, সপ্তশ্রী, অভিনন্দন গুচ্ছ সমিতির সভানেত্রী সঙ্গীতা বাসুলি,সোনালি মন্ডল, দেবশ্রী দাস । রক্ত সংগ্রহ করেন কাঁথি মহকুমা ব্লাড ব্যাঙ্ক।


এই শিবিরে দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জানা জানান রক্তদান একটি মহান দান। রক্তের অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে, প্রত্যেকটি হাসপাতালে‌ রক্তের সংকট, তাই কাজলা জনকল্যাণ সমিতি ও আপনারা যে উদ্যোগ নিয়েছেন এবং যারা আজকে রক্তদান করলেন তাদের সবাইকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাধুবাদ এবং আগামী দিনে এই ধরনের শিবির করার উদ্যোগ গ্রহণ করলে উনি পাশে থাকার অঙ্গীকারবন্ধ করেন।

এই শিবিরটি পরিচালনা করেন সমিতির সুপারভাইজার মৌটুসি জানা , ইউনিটের সকল কর্মীবন্ধুগণ ও গুচ্ছ সমিতির সদস্যরা। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং রক্তদাতাদের উপহার সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা।


Comments


bottom of page