top of page

বিশ্ব প্রতিবন্ধী দিবসে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি : ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল থেকে এই দিনটি বিশ্ব প্রতিবন্ধী দিবস ( International Day of Disabled Persons ) হিসেবে পালিত হয়ে আসছে।

শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিনটির পালন করা হয়। যথাযথ মর্যাদায় সহিত দিনটি উদযাপন করলো নন্দকুমারের কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতি।

দিব্যাঙ্গজনদের অধিকার রক্ষায় এবং ২০১৬ আইন কার্যকর করার দাবিতে নন্দকুমারের খঞ্চি বাজার এলাকায় একটি শোভাযাত্রা করে । এদিন প্রায় ৫০ জন দিব্যাঙ্গ, অসহায়, নিপীড়িত মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা মালতি চক্রবর্তী, সংস্থার সম্পাদক শৈলজা বাড়ী, শ্রীকৃষ্ণ মাইতি সহ সমাজকর্মীবৃন্দ।

সংস্থার সম্পাদক শৈলজা বাড়ি বলেন, দিব্যাঙ্গদের সমান অধিকার, শিক্ষা, ডিজিট্যাল শংসাপত্র এবং ২০১৬ আইন কার্যকর সহ সকল প্রকার অধিকার বাস্তবায়ন করার জন্য রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ। এইসব অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার বদ্ধ আমরা ।

এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিশেষ বিশেষ বিষয়ের উপর শিক্ষা, ক্রীড়া সংস্কৃতি ও স্বনির্ভরতা পারদর্শীদের গুরুত্ব দিতে দিলে এরা অবহেলিত হবে না । সবাই সম্মানের সঙ্গে সুস্থ, সুন্দর মানবিকভাবে দিন যাপন করতে পারবে ।



Comments


bottom of page