top of page

কাজলা জনকল্যাণ সমিতির মহিলা সম্মেলন-২০২৩

প্রতিনিধি : ১৪ই মার্চ মঙ্গলবার কাজলা জনকল্যাণ সমিতির আয়োজনে সমিতির মাঠে মহিলা সম্মেলন ২০২৩ দ্বিতীয় দিন অনুষ্ঠিত হলো। মহিলা সম্মেলনের দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাগনান মহিলা বিকাশ সমিতির রূপকার গোপাল ঘোষ ও পাপড়ি পানি, সমাজসেবী শীতল আগরওয়াল, সুপ্রীতি দাস শিক্ষিকা, কাজলা জনকল্যাণ সমিতির সভাপতি অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক স্বপন পান্ডা মহাশয়। অনুষ্ঠানের সভানেত্রী হিসেবে উপস্থিত ছিলেন পটাশপুর ও বকশিশপুর গুচ্ছ সমিতির শোভা নেত্রী লতিকা দাস ও বসন্তী দাস মহাশয়।


প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষণে সাধারণ সম্পাদক স্বপন কুমার পান্ডা বলেন নারীদের তার আয় উদ্যোগের মাধ্যমে স্বীকৃতি ও আত্মমর্যাদা বাড়বে, সেই সঙ্গে আয় উদ্যোগের জন্য নিজেদের সঙ্ঘবদ্ধ হয়ে তার রূপায়িত করতে হবে।

অন্যান্য বক্তাদের বক্তব্যে নারীদের ক্ষমতায়ন তখনই সম্ভব হবে যখন তারা স্বনির্ভর হয়ে উঠবে। মুখ্য আলোচক গোপাল ঘোষ মহাশয় বাস্তব ঘটনার মাধ্যমে মহিলা ক্ষমতায়নের ছবি তুলে ধরেন। তিনি জোর দেন শুধু উৎপাদন করলে হবেনা বাজার তৈরি করতে হবে।

এর জন্য তিনি "হামরা বাজার" , মাধ্যমে এর বাস্তবায়ন সম্ভব, প্রাথমিক স্তরে তিনি তিনটি বিষয়ের উপরে জোর দেন ১) নিরপেক্ষতা ২) জোটবদ্ধতা ৩) সততা। শেষে উপস্থিত মহিলা সদস্যরা আগামী দিনে পদক্ষেপ কি হবে তা নিয়ে মতামত পোষণ করেন।

সবাই বিভিন্ন এলাকা থেকে ৩০০ জন মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সমিতির সুপারভাইজার লীনা দাস । উপস্থিত সকলকে সাধারণ সম্পাদক ধন্যবাদ জ্ঞাপন করেন।


Commentaires


bottom of page