প্রতিনিধি : দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত কুলতলিয়া বিবেকানন্দ উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায় ও উন্নয়ন কেন্দ্রে যুক্ত ৭ টি গুচ্ছ সমিতির পরিচালনায় মুকুন্দপুর ভূপেন্দ্র প্রাথমিক বিদ্যালয় গুচ্ছ সমিতিগুলির সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ৯০ টি দলে যুক্ত প্রায় ৩৫০ জন সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে দল, ক্লাস্টার শক্তিশালীকরন সহ দলের মূল নীতিগুলি বিষয়ে আলোচনা করেন কাজলা জনকল্যাণ সমিতির প্রতিনিধি লীনা দে ও মঞ্জুশ্রী মাইতি। তাছাড়া শিশু দত্তক গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ফরিদপুর বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন পরিচালিত শিশু দত্তক গ্রহণ কেন্দ্রের কো-অর্ডিনেটর সুমিতা গিরি।
এরপর ১৯ জন দুঃস্থ ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। মহিলাদের বার্ষিক ক্রীড়ার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারিরেদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভানেত্রী শ্রীমতি আরতি মিশ্র উপস্থিত সকলকে সদস্যাদের ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে সভা শেষ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজলা জনকল্যাণ সমিতির সুপারভাইজার মৌটুসী জানা।
Comentarios