প্রতিনিধি : কাঁথি দেশপ্রাণ ব্লকের ভবানীচক অঘোরচাঁদ হাইস্কুলের অটল টিংকারিং ল্যাব (ATL) এ জ্যোতির্বিদ্যা, মহাকাশ ও ভূবিজ্ঞান বিষয়ে গত দুদিন ব্যাপী (১১/০৩/২৩, ১২/০৩/২৩) একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করেন কলকাতার ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি, স্পেস এবং আর্থ সায়েন্স (IASES)। পুরো ব্যবস্থাপনায় ছিল ভবানীচক অঘোরচাঁদ হাইস্কুলের ATL ইউনিট।
সহযোগিতায় ছিল কন্টাই সায়েন্স একাডেমী (CSA)। এই কর্মশালায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক ড. প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী। স্বাগত ভাষন দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস। ATL ল্যাবের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন ATL ইনচার্জ শ্রেয়ম জানা।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি গৌতম মুদি। উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ শঙ্কর চৌধুরী ও বিমান জানা। প্রথম দিনে ড. প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী ছাত্রছাত্রীদের বিজ্ঞান শেখার কৌশল বিষয়ে বিশেষ আলোকপাত করেন। এরপর মহাকাশের স্থান কাল পাত্র, স্টার-ডাস্ট থেকে আমাদের উৎপত্তি, আকাশ চেনার উপায়, প্রাকৃতিক দুর্যোগ ও তার মোকাবিলা প্রভৃতি বিষয়ে খুব সহজভাবে উপস্থাপন করেন ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি, স্পেস এবং আর্থ সায়েন্স, কোলকাতা এর অধ্যাপক ড. অঙ্কন দাস, ড. ঋতব্রত সরকার, ড. সুদীপ্ত শাসমল প্রমুখ বিজ্ঞানীগণ।
সন্ধ্যায় টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশ দেখান সেন্টার ফর অবজারভেসান্যাল অ্যাস্ট্রোনমি সেন্টার এর সম্পাদক বিশ্বজিৎ বোস এবং কাঁথি প্রভাত কুমার কলেজের শিক্ষক কৌশিক নন্দ। দ্বিতীয় দিনে আকাশে তারাদের অবস্থান সংক্রান্ত স্লাইড সো এর মাধ্যমে উপস্থাপন করেন বিশ্বজিৎ বোস ও কৌশিক নন্দ।
এছাড়া অপটিক্যাল এবং রেডিও অবসারভেসন এর উপর কিছু এস্ট্রোফটোগ্রাফি প্রজেক্ট করানো হয়। এই দুদিনের কর্মশালায় পার্শবর্তী দশটি স্কুলের ১০০ জন ছাত্রছাত্রী ও ৫০ জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। কর্মশালায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ও আগ্রহ ছিল চোখে পড়ার মত। অতিথিরা প্রত্যেকে এই উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। কর্মশালার শেষে সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক সুনন্দ গায়েন।
Comments