top of page

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তৃনমূল ছাত্র পরিষদের লিখিত আবেদন

প্রতিনিধি : করোনা আবহে বন্ধ সব স্কুল-কলেজ। বন্ধ সমস্ত পরীক্ষা। পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষা কবে হবে সেই নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর অধীনে থাকা সমস্ত কলেজ এর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইনস্পেক্টর অফ কলেজ এর হাতে পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি আবেদন তুলে দেওয়া হয় । আবেদন তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অন্বেষা জানা, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সৌরভ চক্রবর্তী এবং ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সত্যরঞ্জন বারিক। আবেদনে স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পরীক্ষা এবং ষষ্ঠ সেমিস্টার সহ দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার এর পরীক্ষা পদ্ধতি এবং ছাত্র-ছাত্রীদের সমস্যা নিয়ে কিছু দাবি লিখিতভাবে দেওয়া হয়। এছাড়াও মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় টিএমসিপির ইউনিট সভাপতি মহাদেব মাইতি ,দেশপ্রাণ মহাবিদ্যালয় টিএমসিপি ইউনিট সভাপতি আবেদ আলী খান উপস্থিত ছিলেন‌। বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর অফ কলেজ ডঃ অভিজিৎ রায় চৌধুরী দাবিগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।



402 views

留言


bottom of page